করোনা থেকে সুস্থতার হার ৯৮.৫৭ শতাংশ। গোটা দেশে এই ভাইরাসের কারণে মৃত্যুর হার ১.২১ শতাংশ এবং সক্রিয় রোগীর সংখ্যা ০.২২ শতাংশ। শেষ একদিনের করোনা সংক্রমণের নিরিখে সবথেকে বেশি এগিয়ে রয়েছে দক্ষিণের কেরল। ২৪ ঘণ্টায় সেখানে ৩ হাজার ২০৬ করোনা আক্রান্ত হয়েছেন, দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে ২ হাজার ৩৬৯ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু, সেখানে ১ হাজার ৪৬১ জন করোনা আক্রান্ত হয়েছেন।