Home NEWSCURRENT UPDATE বীরভূমে বারুদের স্তূপ: পুলিশের তদন্তে মারা গিয়ে বিস্ফোরক উদ্ধার

বীরভূমে বারুদের স্তূপ: পুলিশের তদন্তে মারা গিয়ে বিস্ফোরক উদ্ধার

by Web Desk
GUNPOWDER EXPLOSION IN BIRBHUM

বীরভূমে মিলল বারুদের স্তূপ

বীরভূমে মিলল বারুদের স্তূপ। পরিত্যক্ত পাথর খাদান থেকে উদ্ধার করা হল প্রচুর পরিমাণ বিস্ফোরক। পাশাপাশি বাজেয়াপ্ত ডিটোনেটর, জিলেটিন স্টিক-সহ নানা ধরনের বিস্ফোরক।

নাশকতার ছকে কি বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করা হয়েছিল, তা এখনও পর্যন্ত জানা যায়নি। বীরভূম জেলা পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।  সুত্রের খবর অনুযায়ী, বীরভূমের নলহাটির চন্দনপুরে একটি পরিত্যক্ত পাথর খাদানে হানা দেয় পুলিশ।

১৫০ পেটি জিলেটিন স্টিক, ৬ পেটি ডিটোনেটর, ১৪ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট

রামপুরের মহকুমা পুলিশ আধিকারিক, নলহাটির ওসির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী তল্লাশি চালায়। ওই পরিত্যক্ত খাদান থেকে ১৫০ পেটি জিলেটিন স্টিক, ৬ পেটি ডিটোনেটর, ১৪ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত করা হয়েছে । জানা গিয়েছে, ওই পাথর খাদানটি কলিন হাঁসদার। তিনি মারা গিয়েছেন। তাঁর মৃত্যুর পর থেকে পরিত্যক্ত অবস্থায় রয়েছে পাথর খাদানটি।

বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে NIA

উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনের লময় বাহাদুরপুর পঞ্চায়েত এলাকায় বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে NIA। গ্রেপ্তার হন তৎকালীন তৃণমূল প্রার্থী মনোজ ঘোষ। পঞ্চায়েত ভোটে জয়ী হন তিনি। বর্তমানে তিনি জেলবন্দি।

এবার নলহাটিতে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পাথর খাদানের কাজে বিস্ফোরকগুলি সত্যই মজুত করা হয়েছিল নাকি ঝাড়খণ্ডের সীমান্ত লাগোয়া এলাকায় একপ্রকার নাশকতার ছক কষেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Comment